
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ২২:৬

মেয়াদ শেষ হলেও মৌলভীবাজার জেলায় বছরের পর বছর ঝুলে রয়েছে জেলার রাজনগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, জুড়ী তৈমুছ আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বর্মাছড়া টি গার্টেন সরকারি উচ্চ বিদ্যালয়, কমলগঞ্জের আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয় এবং গোবিন্দশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অক্যাডেমিক ভবণ নির্মাণের কাজ। এর মধ্যে ৫টি প্রতিষ্ঠানে কাজের মেয়াদোত্তীর্ণের ৫বছর এবং ১টি প্রতিষ্ঠানে দেড় বছর হলেও এখনও শেষ হয়নি সম্পূর্ণ কাজ। ফলে শ্রেণিকক্ষ সংকটে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম অসন্তুষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
