প্রকাশ: ৬ জুলাই ২০২৫, ১৬:২৭
কোনো ট্যাগ পাওয়া যায়নি
রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র আশুরা উপলক্ষ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হয়েছে তাজিয়া মিছিল। রবিবার (৬ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এসব আয়োজন ঘিরে গোটা এলাকায় ছিল ভক্ত-অনুরাগীদের উপচে পড়া ভিড়।
সকাল ৯টা ১১ মিনিটে গোয়ালন্দ কেন্দ্রীয় ইমামবাড়া শরীফ থেকে বিশাল একটি তাজিয়া মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে উপজেলা কোর্ট চত্বর প্রদক্ষিণ করে পুনরায় ইমামবাড়ায় গিয়ে শেষ হয়।
পরবর্তীতে সকাল ১০টা ১১ মিনিটে দৌলতদিয়া খানকা শরীফ থেকেও একটি বিশাল তাজিয়া মিছিল বের করা হয়। মিছিলটি একই সড়ক ধরে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত গিয়ে ঘুরে আসে।
মিছিলে অংশগ্রহণকারীরা কালো পোশাক পরিহিত অবস্থায় শোকাবহ পরিবেশে ‘হায় হোসেন’ ধ্বনিতে মাতিয়ে তোলেন। তাজিয়া মিছিল ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আয়োজনে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট মো. আসলাম মিয়া, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ এবং সাধারণ সম্পাদক মোশারফ আহম্মেদ।
এছাড়াও পৌর বিএনপির সভাপতি মো. কাশেম মন্ডল ও সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান মজিসহ স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় নেতারা মিছিলে অংশগ্রহণ করেন। ধর্মীয় সংগঠন আঞ্জুমান-ই-কাদেরীয়ার বিপুল সংখ্যক ভক্ত-মুরীদানও উপস্থিত ছিলেন।
দৌলতদিয়া খানকা শরীফের সভাপতি মুক্তার হোসেন বেপারী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ ফজলুল হক মিছিল আয়োজনে সক্রিয় ভূমিকা রাখেন।
গোয়ালন্দ ইমামবাড়া শরীফের সভাপতি মাহাজুজ আলম চৌধুরী নাসিম ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলমও আয়োজনের নেতৃত্ব দেন। মরহুম ইদ্রিস মিয়ার জামাতা সায়েম খান ছিলেন বিশেষ অতিথি।
বিকালে (বাদ আসর) কারবালার শহীদদের রূহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। তবারক বিতরণের মাধ্যমে এ দিনের কর্মসূচি শেষ হয়।
এছাড়াও মানিকগঞ্জের গড়পাড় দরবার শরীফ ও চিশতিয়া তরিকার ভক্তরাও আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল, মিলাদ মাহফিল ও দোয়া-দরুদের মাধ্যমে দিনটি পালন করেন।