জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে বরিশালে স্মারক মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: বুধবার ৫ই ফেব্রুয়ারি ২০২৫ ০৯:১৯ অপরাহ্ন
জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে বরিশালে স্মারক মোড়ক উন্মোচন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, “জুলাই অভ্যুত্থানের পর দেশের মানুষ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা ভোগ করছে।" তিনি দাবি করেন, এর আগে দেশ একপ্রকার কারাগারে পরিণত হয়েছিল, যা ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ভেঙে ফেলা হয় এবং ফ্যাসিস্ট সরকারকে দেশত্যাগে বাধ্য করা হয়।


বুধবার (৫ ফেব্রুয়ারি) বরিশাল প্রেসক্লাবে আয়োজিত ‘জুলাই ২০২৪ বিপ্লবের শহীদ স্মারক মোড়ক উন্মোচন-২০২৫’ বরিশাল পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরিশাল মহানগর জামায়াত এই অনুষ্ঠানের আয়োজন করে।


অনুষ্ঠানে ১০ খণ্ডে সংকলিত ২৫০০ পৃষ্ঠার শহীদ স্মারক মোড়ক উন্মোচন করা হয়। এতে জুলাই বিপ্লবে শহীদ ৭১৭ জনের নাম লিপিবদ্ধ করা হয়েছে এবং আরও ৯৩ জনকে যুক্ত করার পরিকল্পনার কথা জানান আয়োজকরা। স্মারকে বরিশাল বিভাগের ১৪১ জন শহীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।


মুয়াযযম হোসাইন হেলাল বলেন, “বাংলাদেশের প্রতিটি জেলা-উপজেলায় ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নেমেছিল। এর ফলেই ফ্যাসিস্ট সরকার দেশ ছাড়তে বাধ্য হয়। কিন্তু এখন সেই ইতিহাস মুছে ফেলার চেষ্টা চলছে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে যাতে আর কোনো ফ্যাসিস্ট শক্তি পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।"


তিনি জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন, তাদের দুঃখ-দুর্দশার কথা শুনেছেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, “শহীদ আবু সাইদের পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াত। আমরা এই ইতিহাস সংরক্ষণ করছি, যাতে ভবিষ্যতে কেউ এসব ভুলে না যায় এবং নতুন কোনো ফ্যাসিস্ট শক্তি ক্ষমতায় আসতে না পারে।”


একই দিনে ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মূল মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সরাসরি যুক্ত হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। তাদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা ফিরে পেয়েছি, তা রক্ষা করতে হবে।”


বরিশাল প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম খসরু, শহীদ ও আহত পরিবারের সদস্য এবং জেলা ও মহানগর জামায়াতের নেতৃবৃন্দ।


জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে এই স্মারক প্রকাশনার উদ্যোগকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখছেন জামায়াত নেতারা। তাদের দাবি, এই স্মারক পরবর্তী প্রজন্মের জন্য এক মূল্যবান দলিল হয়ে থাকবে।