জেনেভায় আসিফ নজরুলের ওপর হামলা পরিকল্পিত কিনা খতিয়ে দেখা হচ্ছে - রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার ৯ই নভেম্বর ২০২৪ ০৭:২৬ অপরাহ্ন
জেনেভায় আসিফ নজরুলের ওপর হামলা পরিকল্পিত কিনা খতিয়ে দেখা হচ্ছে - রাষ্ট্রদূত

নবনিযুক্ত বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডির মিটিংয়ে যোগ দিতে গিয়েছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। গত বৃহস্পতিবার দেশে ফেরার সময় জেনেভা বিমানবন্দরে তাঁকে কয়েকজন ব্যক্তি হেনস্তা করেন। এই ঘটনায় তিনি দাবি করেছেন, ‘‘জেনেভাস্থ বাংলাদেশ মিশনের কোনো গাফিলতি, নিরাপত্তা বা প্রটোকলের ঘাটতি ছিল কি না তা খতিয়ে দেখতে হবে।’’


শুক্রবার এক ফেসবুক পোস্টে মুশফিকুল ফজল আনসারী বলেন, ‘‘আসিফ নজরুল ভাইয়ের ওপর হামলে পড়া এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণের পরিণতি মাফিয়া দলের এই জঙ্গি উত্তরাধিকারীদের ভোগ করতেই হবে।’’ তিনি আরও বলেন, জেনেভা মিশনের দায়িত্ব ছিল উপদেষ্টার যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা, এবং এই ধরনের একটি ঘটনার পর মিশনের ভূমিকা এবং দায়িত্বের পুনঃমূল্যায়ন করা উচিত।


এদিকে, ঘটনা অনুযায়ী, আসিফ নজরুল গত বৃহস্পতিবার গাড়ি থেকে বিমানবন্দরে নামার পর আওয়ামী লীগের সুইজারল্যান্ড শাখার সভাপতি নজরুল ইসলাম জমাদার ও সাধারণ সম্পাদক শ্যামল খান সহ বেশ কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ধরেন। তারা উপদেষ্টাকে বিরক্ত ও হেনস্তা করে এবং জয়বাংলা, জয়বন্ধু শ্লোগান দেন, যা পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে। 


এ ঘটনায় দেশের রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে এবং নিরাপত্তা ও প্রটোকলের বিষয়ে প্রশ্ন উঠেছে। আনসারী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার ক্ষেত্রে এমন উদ্বেগজনক ঘটনা সামনে এসেছে।