সাতক্ষীরার আশাশুনি উপজেলার দয়ারঘাট-জেলেখালী টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যেও শেষ হচ্ছে না। এক দফা সময় বাড়িয়েও কাজের অগ্রগতি সন্তোষজনক নয়। ফলে এলাকাবাসীর দুর্ভোগ ও বাঁধ ভেঙে ঘরবাড়ি-সম্পদ হারানোর আশঙ্কা ক্রমশ বাড়ছে।
জাইকার সহায়তায় ডিজাস্টার ম্যানেজমেন্ট ইনহান্সমেন্ট প্রজেক্ট কম্পোনেন্ট-১ এর আওতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বিডব্লিউডিবি) তত্ত্বাবধানে ২১ কোটি ৯২ লাখ ৯০ হাজার ১৫০ টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। কাজটি পেয়েছে এনটিএমএলজেভি ঠিকাদারী প্রতিষ্ঠান, যার বাস্তবায়ন করছে বিআইএসসিওএন লিমিটেড, চট্টগ্রাম। ২০২৩ সালের ১৫ জানুয়ারি শুরু হওয়া প্রকল্পটি ২০২৪ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় এক দফা সময় বাড়িয়ে আগামী ২৫ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তবে প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, এ সময়ের মধ্যেও কাজ সম্পন্ন করা সম্ভব হবে না।
প্রকল্পের কাজের অগ্রগতির পরিসংখ্যান হতাশাজনক। ১২৭০ মিটার বাঁধের মাটির কাজ মাত্র ৬০% শেষ হয়েছে। ব্লক ডাম্পিংয়ের ৯৮ হাজার ১৯৩ পিচের মধ্যে মাত্র ৩৪ হাজার ৫৯৩ পিচ স্থাপন করা হয়েছে। নদীতে ফেলা হয়েছে ২১ হাজার ৫৯৩ পিচ ব্লক, যা প্রয়োজনের তুলনায় অনেক কম। প্লেসিং ব্লকের মোট প্রয়োজন ছিল ৯১ হাজার ৮৭০ পিচ, কিন্তু এখন পর্যন্ত তৈরি হয়েছে মাত্র ১২ হাজার ৫১৬ পিচ।
ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার আবু নাসিম জানান, মাটির কাজ শেষ না হওয়ায় প্লেসিং ব্লক স্থাপন করা সম্ভব হয়নি। এছাড়া ব্লক তৈরির জন্য পর্যাপ্ত জমির অভাব, অতিবৃষ্টি, রাজনৈতিক অস্থিরতা, স্থানীয়দের বাধা, রাস্তার দুরবস্থা এবং প্রয়োজনীয় উপকরণ পরিবহনে সমস্যার কারণে কাজের গতি কমে গেছে।
বাঁধ নির্মাণ বিলম্বের ফলে এলাকাবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে। দয়ারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ব্লক তৈরির কাজে ব্যবহৃত হওয়ায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণেও সমস্যা সৃষ্টি হয়েছে। স্থানীয় মাছ বাজার, দোকানপাট, হ্যাচারি, বসতবাড়ি ও অন্যান্য প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ অবস্থায় দ্রুত বাঁধ নির্মাণ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী। তাদের দাবি, বাঁধ নির্মাণে যেসব সমস্যা রয়েছে, তা দ্রুত সমাধান করা হোক, যাতে বর্ষা মৌসুমের আগেই কাজ শেষ করে দুর্গতির হাত থেকে মুক্তি পাওয়া যায়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।