ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ ও সৌদি রিয়ালসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক নিরাপত্তাকর্মীকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা। শনিবার গভীর রাতে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বেবিচকের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মুহাম্মদ কাউছার মাহমুদ।
আটক ব্যক্তির নাম ওহিদুর, তার বাড়ি গোপালগঞ্জের নিজড়া গ্রামে। তার কাছ থেকে তিনটি স্বর্ণের বার, বিভিন্ন স্বর্ণালংকারসহ মোট ৫৪২ গ্রাম স্বর্ণ এবং ১ হাজার ২৫০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, সৌদিয়া এয়ারলাইনসের একটি ফ্লাইটে রিয়াদ থেকে আসা এক যাত্রী স্বর্ণ বহনের দায়িত্ব দেন ওহিদুরকে। বিমানবন্দরের বাইরে অপেক্ষারত লিটন নামে এক ব্যক্তির কাছে স্বর্ণ পৌঁছে দেওয়ার কাজ ছিল তার। বিনিময়ে তিনি ১ হাজার ২৫০ সৌদি রিয়াল নেওয়ার কথা স্বীকার করেছেন।
এনএসআই সূত্র জানায়, বিমানবন্দরে দীর্ঘদিন ধরে কর্মরত কিছু অসাধু কর্মী স্বর্ণ চোরাচালানে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে বিমানবন্দরে একাধিক স্বর্ণ চোরাচালানের ঘটনা ধরা পড়েছে।
বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে বিমানবন্দরের ভেতরে কর্মরতদের কার্যক্রমের ওপর কঠোর নজরদারি রাখা হচ্ছে।
অভিযানের সময় ওহিদুরের সঙ্গে জড়িত অন্য কেউ ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ছাড়া তার সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততা আছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা।
আটকের পর ওহিদুরকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।