শিক্ষার্থীদের সংঘর্ষে জড়ানো দেশ গড়ার জন্য শুভ নয়: রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: সোমবার ২৭শে জানুয়ারী ২০২৫ ০৬:৪৭ অপরাহ্ন
শিক্ষার্থীদের সংঘর্ষে জড়ানো দেশ গড়ার জন্য শুভ নয়: রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “দেশ গড়ার এই সময়ে শিক্ষার্থীদের সংঘর্ষে জড়ানো কারো জন্যই শুভ নয়।” তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের উচিত ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করা। এই ধরনের সহিংসতা দেশের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করতে পারে।


সোমবার (২৭ জানুয়ারি) ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের ৫৫তম পরিচালনা বোর্ডের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ঢাকার বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সহিংসতার ঘটনার বিষয়ে মন্তব্য করতে গিয়ে রিজওয়ানা হাসান জানান, সরকারী সংস্থাগুলো এই ঘটনার বিষয়ে তদন্ত করছে। “এত বড় সহিংসতার প্রয়োজন ছিল কি না বা ঘটনাটি মীমাংসার সুযোগ ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে,” বলেন তিনি।


শিক্ষার্থীদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে রিজওয়ানা বলেন, “শিক্ষার্থীরা ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছে এবং গণতন্ত্রের পথকে শক্তিশালী করেছে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে।” তবে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, “গণতন্ত্রের পথে অনেক বাধা থাকলেও তাদের আচরণের কারণে তা যেন বাধাগ্রস্ত না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।”


ভারতের অরুণাচলের সিয়াং নদী ও চীনের তিব্বত সীমানার নদীর বাঁধ নির্মাণ প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, “চীনের যে পরিকল্পনা, তা নিয়ে আমরা পত্রিকার মাধ্যমে অবগত হয়েছি। এটা বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প হতে পারে। তবে, চীন আমাদের জানিয়েছে, এই প্রকল্পের ফলে আমাদের কোনো ক্ষতি হবে না।” ভারতের বাঁধ নির্মাণ বিষয়েও তিনি বলেন, “ভারতের সেখানে অভ্যন্তরীণ বিরোধ রয়েছে। আমরা নিশ্চিত করতে চাই যে, আমাদের স্বার্থ অক্ষুণ্ন থাকবে।”


বালু উত্তোলনের বিষয়ে তিনি বলেন, “বালু উত্তোলন নদ-নদীর উপর প্রভাব ফেলছে, এই বিষয়ে আমরা গবেষণা করতে নির্দেশনা দিয়েছি।” তিনি জানান, এর ফলে নদ-নদীর পরিবেশগত ক্ষতি হতে পারে এবং এটি বিরোধের কারণ হতে পারে।


এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ সচিব মো. নাজমুল হাসান, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. ইউসুফ, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তাহমিদুল ইসলাম, নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আবু হুরায়রা প্রমুখ।