টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহবুব আলম (২৩) নামে পল্লী বিদ্যুৎকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী। সোমবার (২৭ জানুয়ারি) ভোরে ভূঞাপুর-তারাকান্দি সড়কের কুঠিবয়ড়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুব আলম টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বসু বড়ি গ্রামের ফরিদ মিয়ার ছেলে। তিনি পল্লী বিদ্যুতে কর্মরত ছিলেন। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর ৬টার দিকে মাহবুব আলম তার এক সহযোগীকে নিয়ে মোটরসাইকেলে করে ভূঞাপুর যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বিআরটিসির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মাহবুবের মৃত্যু হয়। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।