রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন, স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট ডা. প্রদীপ কান্তি পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত দাস, এবং গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহবায়ক মো. হেলাল মাহমুদ। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় অংশ নেন।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মহাসড়কে খোলা গাড়িতে বালু বা মাটি পরিবহন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি পুকুর বা নদী থেকে অবৈধভাবে ড্রেজিং করে মাটি ও বালু বিক্রি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোকপাত করা হয়।
মাদক নির্মূলকে সভার প্রধান এজেন্ডা হিসেবে ধরা হয় এবং মাদকবিরোধী অভিযানে আরও কঠোর হওয়ার প্রস্তাব রাখা হয়। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা কার্যক্রম জোরদার করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।
সভায় উপস্থিত সকলে উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন এবং এসব বিষয়ে সঠিক বাস্তবায়নের লক্ষ্যে একযোগে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।