নওগাঁয় সাহিত্য পরিষদের ৭ম বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: সোমবার ২রা ডিসেম্বর ২০২৪ ১১:৪৯ পূর্বাহ্ন
নওগাঁয় সাহিত্য পরিষদের ৭ম বর্ষপূর্তি উদযাপন

নওগাঁ সাহিত্য পরিষদ তাদের ৭ম বর্ষপূর্তি উৎসব উদযাপন করেছে। রবিবার সন্ধ্যায় মুক্তির মোড়ের পার্ক ভিউ রেস্টুরেন্টে সংগঠনের আয়োজনে আলোচনা সভা, কবিতা পাঠ এবং কেক কাটার মাধ্যমে এ বর্ষপূর্তি পালিত হয়।  


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি কবি ও প্রাবন্ধিক ড. আইয়ুব আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম রবিন শীষ।  


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামসুল আলম, জেলা কালচারাল অফিসার মো. তাইফুর রহমান, কথাসাহিত্যিক বরেন্দ্র ফরিদ, চ্যানেল আই প্রতিনিধি কয়েস উদ্দীন, যমুনা টিভি প্রতিনিধি শফিক ছোটন, এবং সাপ্তাহিক প্রজন্মে আলো সম্পাদক আব্দুর রহমান রিজভী।  


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন। আলোচনা সভার ফাঁকে কবিতা পাঠ করেন কবি রফিক বকুল, অনিন্দ্য তুহিন, রিমন মোরশেদ, রোকেয়া শাকিলা, আসলাম হোসাইন, মোহাম্মদ নাসির, আবু রেজা এবং ফরহাদ হোসেন।  


আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বক্তারা বলেন, স্থানীয় সাহিত্যচর্চা প্রসারে নওগাঁ সাহিত্য পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে সাহিত্যচর্চায় উৎসাহিত করবে।