নওগাঁর ধামইরহাটে দেশসেরা আমবাটি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় চত্বরে বিশেষ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। কারিতাসের টিসিআরপি প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে এগিয়ে নেওয়ার নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঁখি আকতারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা রিজওয়ানুর রহমান রেজা। বিশেষ অতিথির বক্তব্যে উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসের প্রতিনিধি মাজেদুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি রাবেয়া খাতুন, কারিতাসের আঞ্চলিক এনিসেটর লিনা বিশ্বাস ও থিউফিন সলোমান হাসদা, এবং প্রোগ্রাম ম্যানেজার প্রশান্ত কেরকাটা।
উপস্থিত অতিথিরা বিদ্যালয়ের কার্যক্রম, বিশেষত প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানোন্নয়নে অবদানের ভূয়সী প্রশংসা করেন। ২০১৫ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি ২০২৩ সালে দেশের একমাত্র স্বনামধন্য বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায়। ধামইরহাটের আড়ানগর, পাটিচরা ও আশপাশের বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের জন্য এটি একটি আলোকবর্তিকা হয়ে উঠেছে।
বিদ্যালয়ের অভিভাবকদের মতে, সমাজসেবা অধিদপ্তর থেকে সুবর্ণ নাগরিক কার্ড ও শতভাগ ভাতা প্রদানের সুবিধা পেয়ে শিক্ষার্থীদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এসেছে। আলোচনা সভায় অভিভাবকরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কারিতাসসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনা শেষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। দিবসটি উদযাপনের মধ্য দিয়ে ধামইরহাটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের উন্নয়নে নতুন পরিকল্পনার ঘোষণা দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আবু মুছা স্বপন
০১৭৩৫-০৭২৫৩২
তারিখ: ০৩/১২/২০২৪
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।