ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ১৫ বছর পর টেস্ট জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বুধবার ৪ঠা ডিসেম্বর ২০২৪ ১১:৩৪ পূর্বাহ্ন
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ১৫ বছর পর টেস্ট জয় বাংলাদেশের

জ্যামাইকার কিংস্টনে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জয় তুলে নিল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের ১০১ রানে হারিয়ে দুই ম্যাচ সিরিজ ১-১ সমতায় শেষ করেছে মেহেদী হাসান মিরাজের দল।  


কিংস্টনের স্যাবাইনা পার্কে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য লক্ষ্য ছিল ২৮৭ রান। তবে ইতিহাস তাদের পক্ষে ছিল না। এত বড় রান তাড়া করে সেখানে আগে কেউ জয় পায়নি। বাংলাদেশের স্পিন ও পেস আক্রমণে উইন্ডিজ ১৮৫ রানে অলআউট হয়। শেষ উইকেটটি তুলে নেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি ক্যারিয়ারের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে দুর্দান্ত বোলিং করেন।  


প্রথম ইনিংসে টস জিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ মাত্র ১৬৪ রানে গুটিয়ে যায়। সাদমান ইসলাম দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন। তবে জবাবে বাংলাদেশি বোলারদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে স্বাগতিকরা মাত্র ১৪৬ রানে অলআউট হয়। প্রথম ইনিংসে বাংলাদেশ পায় ১৮ রানের ক্ষুদ্র লিড।  


দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ আরও দৃঢ় ব্যাটিং করে। জাকের আলী ৯১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। সাদমান ও মিরাজের ব্যাট থেকে আসে যথাক্রমে ৪৬ ও ৪২ রান। দলের সম্মিলিত প্রচেষ্টায় ২৬৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। ফলে ওয়েস্ট ইন্ডিজকে ২৮৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়া হয়।  


গত কয়েক বছরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্সে ছন্দপতন ঘটেছিল। ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে বড় পরাজয়ের পর এই জয়টি দলকে নতুন করে আত্মবিশ্বাস জোগাবে।  


এটি শুধু জয় নয়, দেশের বাইরে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ তিনটি টেস্ট জয়ের নতুন রেকর্ডও গড়েছে বাংলাদেশ। এর আগে ২০০৯ সালে সাকিব আল হাসানের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই দুই টেস্ট জয়ের রেকর্ড ছিল।  


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই জয় দিয়ে ২০২৪ সালের টেস্ট মিশন শেষ করল বাংলাদেশ। এটি দলটির জন্য শুধু সাফল্যের নয়, নতুন করে স্বপ্ন দেখার মাইলফলক।