খাগড়াছড়িতে জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
আরিফুল ইসলাম মহিন -খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০২৪ ০২:৫৯ অপরাহ্ন
খাগড়াছড়িতে জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপিত

অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে খাগড়াছড়িতে পালিত হয়েছে ৩৩তম আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস। "অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ"— এই প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার (৩ ডিসেম্বর) শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।  


সকালে পৌর টাউন হল থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে শহরের আদালত সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি অফিসার্স ক্লাব মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।  


সভায় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আবদুল্লাহ মো. ওয়ালী উল্লা, স্থানীয় জনপ্রতিনিধি, এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।  


আলোচনা সভায় বক্তারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের দক্ষ এবং সৃজনশীল নাগরিকে রূপান্তরের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন। তারা জানান, সরকার প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। সমাজে তাদের যথাযথ অবস্থান নিশ্চিত করার জন্য সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানানো হয়।  


এ আয়োজনে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা এবং অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। এছাড়া তাদের জন্য সরকারি সুযোগ-সুবিধাগুলোকে আরও সহজলভ্য করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়।  


জাতীয় প্রতিবন্ধী দিবসের এ আয়োজন খাগড়াছড়ি জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং স্থানীয় সংস্থাগুলোর সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়।