মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির নতুন সাধারণ সম্পাদক ফয়জুল করিম ময়ূন

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
প্রকাশিত: মঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০২৪ ১১:৩৯ পূর্বাহ্ন
মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির নতুন সাধারণ সম্পাদক ফয়জুল করিম ময়ূন

মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির নতুন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।  


সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও লাইব্রেরির আহ্বায়ক মো. ইসরাইল হোসেন। বিদায়ী সাধারণ সম্পাদক আব্দুল খালেকের সঞ্চালনায় এই সভায় লাইব্রেরির কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সদস্যদের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।  


বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে জানানো হয়, আজীবন সদস্যপদ গ্রহণের জন্য ৯০ দিনের সময় নির্ধারণ করা হয়েছে। আজীবন সদস্যদের জন্য নির্ধারিত ফি ৭ হাজার টাকা, সাধারণ সদস্যদের ফি ৫০০ টাকা এবং বার্ষিক চাঁদা ৩০০ টাকা। তবে শিক্ষার্থীদের জন্য বার্ষিক চাঁদা মওকুফ করা হয়েছে।  


সভায় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী মজিবুর রহমান মুজিব, জেলা পরিষদের নির্বাহী শাহীন আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদ, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, অ্যাডভোকেট মাহবুবুর রহমান রুহেল এবং বিশিষ্ট ব্যবসায়ী জাহেদ আহমদ চৌধুরী।  


সভায় বক্তারা লাইব্রেরির উন্নয়ন, সদস্যদের সংখ্যা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে পাঠাভ্যাসে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। নতুন সাধারণ সম্পাদক ফয়জুল করিম ময়ূন লাইব্রেরির কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।  


লাইব্রেরির এই নতুন নেতৃত্বের মাধ্যমে জেলার সাংস্কৃতিক এবং পাঠাভ্যাস কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।