পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ ওমর ফারুক খান (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) বিকেলে মাটিভাঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ওমর ফারুক খান সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম হাবিবুর রহমান খান। এ তথ্য নিশ্চিত করেছেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত হাসান খান। তিনি জানান, জেলার মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।
পিরোজপুর ডিবি পুলিশের পরিদর্শক মো. তরিকুল ইসলাম জানান, বিশেষ অভিযান পরিচালনার সময় মাটিভাঙ্গা বাজার এলাকার সড়ক থেকে ওমর ফারুক খানকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হওয়া ৪ কেজি গাঁজার বাজারমূল্য প্রায় দুই লাখ চল্লিশ হাজার টাকা।
এ প্রসঙ্গে পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, মাদকমুক্ত পিরোজপুর গড়ার লক্ষ্যে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকবিরোধী এই কার্যক্রমে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আটককৃত ওমর ফারুক খানের বিরুদ্ধে নাজিরপুর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। মাদকের শিকড় নির্মূল করতে এ ধরনের উদ্যোগ আরও ব্যাপকভাবে পরিচালনার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।