পাঁচবিবিতে শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও বেঞ্চ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
মোস্তাকিম হোসেন, উপজেলা প্রতিনিধি পাঁচবিবি- জয়পুরহাট
প্রকাশিত: মঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০২৪ ০৬:১০ অপরাহ্ন
পাঁচবিবিতে শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও বেঞ্চ বিতরণ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সিলিং ফ্যান ও বেঞ্চ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসব উপকরণ বিতরণ করা হয়।  


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের হাতে ফ্যান ও বেঞ্চ তুলে দেন। এসময় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা. রশিদা খাতুন, পরিষদের সচিব বিপ্লব সরকার, ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মো. আইনুল হক মণ্ডল, ইউপি সদস্য মো. মিজানুর রহমান, মো. নূর-নবী উদ্দিন, মোছা. শিল্পী খাতুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  


মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা. রশিদা খাতুন জানান, শিক্ষার মানোন্নয়নে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মোট আটটি শিক্ষা প্রতিষ্ঠান, যার মধ্যে মাদ্রাসা ও উচ্চ বিদ্যালয় রয়েছে, সেখানে ৫৪টি সিলিং ফ্যান এবং ৩২ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীদের ক্লাসরুমে বসার সুবিধা নিশ্চিত এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করতেই এই পদক্ষেপ।  


এ সময় ইউপি সদস্য মো. মিজানুর রহমান ও মো. নূর-নবী উদ্দিন বলেন, ইউনিয়নের শিক্ষার্থীদের উন্নত শিক্ষার পরিবেশ তৈরি করতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ইউনিয়নের শিক্ষার অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।  


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, শিক্ষার উন্নয়নে সরকার ও স্থানীয় প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছে। এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক হবে এবং তাদের আরও মনোযোগী করে তুলবে।  


স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে আরও সহায়তার প্রত্যাশা ব্যক্ত করেছেন।