জমি বিরোধ মীমাংসা করতে গিয়ে প্যানেল চেয়ারম্যান কারাগারে

নিজস্ব প্রতিবেদক
মাসুদ বাবু,নিজস্ব প্রতিনিধি হাতিবান্ধা (লালমনিরহাট)
প্রকাশিত: মঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০২৪ ১১:১৮ পূর্বাহ্ন
জমি বিরোধ মীমাংসা করতে গিয়ে প্যানেল চেয়ারম্যান কারাগারে

লালমনিরহাটের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ মীমাংসা করতে গিয়ে কারাগারে গেছেন এক প্যানেল চেয়ারম্যান। ঘটনাটি ঘটেছে ভোটমারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন বাবলুর বিরুদ্ধে।  


সোমবার (২ ডিসেম্বর) দুপুরে কালিগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। আটককৃত প্যানেল চেয়ারম্যানের পরিবার জানিয়েছে, ভোটমারী ইউনিয়নের শৌলমারী এলাকায় রনজিৎ কুমার ও আমিনুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই মধ্যে গত তিনদিন আগে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।  


বিরোধের মীমাংসা করতে স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন বাবলু বিষয়টি সমাধান করার চেষ্টা করেন। কিন্তু মীমাংসার পরও বিষয়টি আরও জটিল হয়ে যায় এবং আমিনুর রহমান বাদী হয়ে কালিগঞ্জ থানায় জয়নাল আবেদীন বাবলু, রনজিৎ কুমারসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।  


কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিরোধের এজাহারের ভিত্তিতে প্যানেল চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে।