সিলেটে শুটার আনসার ও তার সহযোগী নাঈম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: বুধবার ৬ই নভেম্বর ২০২৪ ০৫:২৪ অপরাহ্ন
সিলেটে শুটার আনসার ও তার সহযোগী নাঈম গ্রেফতার

সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সন্ত্রাসী 'শুটার' আনসার আহম্মদ রাহুল ও তার সহযোগী মো. আমিনুল ইসলাম নাঈমকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। বুধবার (৬ নভেম্বর) সিলেট জেলার ওসমানীনগর থানার বড় হাজিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 


গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিপিএসসি, সিলেট একটি আভিযানিক দল বড় হাজিরপুরের মোস্তফা মিয়ার বাড়িতে অভিযান চালায়। অভিযানে গ্রেফতার হন আনসার (৩০) এবং নাঈম (২৩)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিলেট শহরের শাহপরান থানায় একাধিক গুরুতর অভিযোগ রয়েছে, যার মধ্যে হামলা, গাড়ি ভাঙচুর, হত্যা প্রচেষ্টা, এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা অন্তর্ভুক্ত রয়েছে। 


প্রধান আসামী আনসার, যাকে 'শুটার' হিসেবে পরিচিত, এর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যা তার অপরাধী পরিচয় আরও স্পষ্ট করে। তার সহযোগী নাঈমও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল।  


র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে। এছাড়া র‌্যাব আরও জানায়, এমন সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। 


এই গ্রেফতারের মাধ্যমে সিলেটের আইনশৃঙ্খলা রক্ষায় একটি বড় সাফল্য এসেছে, যা সাধারণ জনগণের মাঝে সন্ত্রাসীদের বিরুদ্ধে আস্থার জন্ম দেবে।