নাফ নদীতে মিয়ানমারের আরাকান আর্মির হামলা, ২০ জেলে অপহৃত

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির, উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: বুধবার ৬ই নভেম্বর ২০২৪ ১০:৫৬ পূর্বাহ্ন
নাফ নদীতে মিয়ানমারের আরাকান আর্মির হামলা, ২০ জেলে অপহৃত

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী মোহনায় মাছ ধরতে যাওয়া ২০ জন মাঝিমাল্লাকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। সোমবার (৫ নভেম্বর) বিকাল ৩টা-৪টার দিকে শাহপরীর দ্বীপের কাছাকাছি নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। এ সময়, জেলেদের ব্যবহৃত ১৫টি নৌকা ও ২টি বোটসহ মাছ ধরার জালও নিয়ে যায় তারা। 


টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, জেলেদের নিয়ে যাওয়া হয়েছে মিয়ানমারের ফাতুনিয়া (Pa Nyaung) খালে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় জেলেরা ভেঙে জাল বসিয়েছিলেন। তবে, এখন পর্যন্ত অপহৃত জেলেদের পরিচয় জানা যায়নি। 


এদিকে, টেকনাফের শাহপরীর দ্বীপের মেম্বার আবদুস সালাম জানান, মিয়ানমারের আরাকান আর্মি নৌকা ও বোটসহ ২০ জন জেলেকে অপহরণ করেছে। কিছুদিন আগে, মিয়ানমার নৌবাহিনীও similar ধরনের অপহরণ করে, যেখানে একজন জেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ধরনের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। 


বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিষয়টি অবহিত হয়েছে এবং তারা মিয়ানমার কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে। বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মহিইদ্দীন আহমেদ বলেন, ‘‘মাছ ধরার ট্রলারসহ ২০ মাঝিমাল্লাকে অপহরণ করা হয়েছে এবং আমরা বিষয়টি মিয়ানমারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সমাধান করার চেষ্টা করছি।’’ 


এদিকে, স্থানীয়রা জানিয়েছেন, জেলেরা মাছ ধরতে গেলে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। এর আগেও, ৬ অক্টোবর মিয়ানমারের নৌবাহিনী বাংলাদেশের ৫৮ জন জেলেকে অপহরণ করেছিল, এবং ৯ অক্টোবর এই জেলেরা ফিরিয়ে দেওয়া হয়েছিল।