পিরোজপুরের নাজিরপুরে বিএনপির অফিস ভাঙচুর এবং বিস্ফোরক আইনে একাধিক মামলার পলাতক আসামি আওয়ামী লীগ নেতা মো. আরিফুর রহমান (৩৫) সবুজকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) গভীর রাতে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত সবুজ শ্রীরামকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি। তিনি ভিমকাঠি গ্রামের আব্দুর রব শেখের ছেলে। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদ আল ফারিদ ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সবুজের বিরুদ্ধে নাজিরপুর থানায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে। বিশেষত, নাজিরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সবুজ পলাতক ছিল এবং তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তিনি বিএনপির কার্যালয়ে হামলা ও সহিংসতার ঘটনার সাথে জড়িত। গ্রেফতার পরবর্তী তাকে বুধবার (৬ নভেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা সবুজের বিরুদ্ধে নাজিরপুরের বিভিন্ন এলাকা থেকে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ বহুদিন ধরেই উঠছিল। এবিষয়ে পুলিশি তদন্ত চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।