নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানা–এর অনলাইন টকশোতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে অতিথি করার ঘোষণায় নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতৃস্থানীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলম।
ঠিকানা পত্রিকার প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীন প্রতি বৃহস্পতিবার রাতে একটি টকশো উপস্থাপন করেন। এবার সেই অনুষ্ঠানে সাদ্দাম হোসেনকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিতর্ক তৈরি হয়েছে। আগামীকাল রাতের এই টকশোকে ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
বুধবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অবস্থান প্রকাশ করেছেন হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলম। হাসনাত আব্দুল্লাহ নিজের ফেসবুক পোস্টে লেখেন, "নিষিদ্ধ সংগঠনের সভাপতিকে প্রমোট করা মানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদ ও জাতীয় বিপ্লবের সাথে প্রতারণা করা।" তিনি আরও বলেন, “এটা শহীদদের অসম্মান এবং গণতন্ত্রের প্রতি আঘাত।”
অন্যদিকে, সারজিস আলম তার ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে বলেন, “খালেদ মুহিউদ্দীন ভাই, এর আগে কী কখনো নিষিদ্ধ সংগঠনের নেতাদের সাথে টকশো করেছেন? এটা আমাদের ২ হাজারের অধিক শহিদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা।”
এ ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে, বিশেষ করে ছাত্র সংগঠন ও রাজনৈতিক পরিবেশের প্রতি মানুষের অভ্যন্তরীণ অবস্থান স্পষ্ট হচ্ছে। *ঠিকানা* পত্রিকার টকশো নিয়ে বিতর্কের মধ্যে এই আমন্ত্রণ নীতিগতভাবে প্রশ্নের সম্মুখীন হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।