গোসল করতে নেমে নিখোঁজ তাবলীগ জামায়াতের ইন্দোনেশীয় নাগরিক

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, হাকিমপুর উপজেলা প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: বুধবার ৬ই নভেম্বর ২০২৪ ০১:০২ অপরাহ্ন
গোসল করতে নেমে নিখোঁজ তাবলীগ জামায়াতের ইন্দোনেশীয় নাগরিক

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন তাবলীগ জামায়াতের এক বিদেশী মুসল্লি, যিনি ইন্দোনেশিয়ার নাগরিক। নিখোঁজ ব্যক্তির নাম ফাইজির রহমান (৪৮)। বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুরঘাটে শখের বসে নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন।


এ ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘোড়াঘাট ফায়ার সার্ভিসকে খবর দিলে, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে নৌকা নিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তবে দীর্ঘ চেষ্টার পরও তাদের উদ্ধার অভিযান সফল হয়নি। পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হলে, তারা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আতাউর রহমান।


নিখোঁজ ইন্দোনেশীয় নাগরিক ফাইজির রহমান তাবলীগ জামায়াতের সদস্য হিসেবে কিছু সময়ের জন্য বাংলাদেশে অবস্থান করছিলেন। স্থানীয়দের তথ্য অনুযায়ী, সকালে তাবলীগ জামায়াতের তিন-চারজন মুসল্লি একসঙ্গে নদীতে গোসল করতে নামেন। হঠাৎ ফাইজির রহমান নদীতে নিখোঁজ হয়ে যান। গোসল করতে নামা অন্য মুসল্লিরা বিষয়টি থানা ও ফায়ার সার্ভিসকে জানালে উদ্ধার অভিযান শুরু হয়।


ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানিয়েছেন, ঘটনাটি আন্তর্জাতিক পর্যায়ে হওয়ায় তারা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছেন এবং রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। 


এদিকে, স্থানীয়রা এই নিখোঁজ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উদ্ধার কার্যক্রমের সফলতা কামনা করছে।