ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ভাঙন রোধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , উপজেলা প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: বুধবার ৬ই নভেম্বর ২০২৪ ০৩:৪৪ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ভাঙন রোধের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের চর ধাউরারকুটি এলাকায় দুধকুমার নদের ভাঙন রোধে পদক্ষেপ গ্রহণের দাবিতে স্থানীয়রা মানববন্ধন করেছেন। বুধবার (৬ নভেম্বর) দুপুরে এলাকার নদের তীরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


মানববন্ধনে অংশগ্রহণকারী হাজারো স্থানীয় বাসিন্দা ও স্থানীয় নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দুধকুমার নদের ভাঙন অব্যাহত থাকলেও সরকার বা স্থানীয় প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। বক্তারা দাবি করেন, অতি দ্রুত ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নিতে হবে, নতুবা পুরো এলাকাটি নদীগর্ভে চলে যাবে।  


আন্ধারীঝাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল বলেন, ‘‘নদী ভাঙনের কারণে এলাকার অনেক জমি, ঘর-বাড়ি ও ফসলি জমি ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অবিলম্বে কার্যকরী পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানাচ্ছি।’’


এছাড়া, ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও যুবদল নেতা শাহাদাত হোসেন মন্ডল বলেন, ‘‘আমাদের প্রজন্মের পর প্রজন্ম এই নদী এলাকায় বসবাস করছে, কিন্তু বর্তমানে নদী ভাঙনের কারণে তারা অসহায় হয়ে পড়েছে। সরকার যদি এই সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ না নেয়, তবে আমাদের জীবন-জীবিকার জন্য বড় বিপর্যয় ঘটবে।’’


ভাঙন কবলিত এলাকায় প্রায় কয়েকশো মানুষ অংশ নেয় এই মানববন্ধনে। স্থানীয়রা দাবি করেন, ভাঙন রোধে জরুরি প্রকল্প গ্রহণ করা না হলে পুরো চর এলাকার অস্তিত্ব হারাতে পারে।