হিলি বাজারে সবজি ও ডিমের দাম কমলেও, আলুর দাম বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
গোলাম সিদ্দিক জান্টু, জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: বুধবার ৬ই নভেম্বর ২০২৪ ০৫:৫৪ অপরাহ্ন
হিলি বাজারে সবজি ও ডিমের দাম কমলেও, আলুর দাম বেড়েছে

দিনাজপুরের হিলি বাজারে গত তিন দিনের ব্যবধানে কাঁচা সবজি ও ডিমের দাম কমলেও, আলুর দাম বাড়ছে। বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ার ফলে বেশ কিছু সবজি, যেমন বেগুন, পটল, করলা, সিম এবং কপি প্রভৃতির দাম কমেছে। বেগুনের দাম কেজিপ্রতি ৩০ টাকা কমে ৫০ টাকা, পটলের দাম ২০ টাকা কমে ৩০ টাকা এবং সিমের দাম ১০০ টাকা কমে ১২০ টাকা কেজি হয়েছে।  


এছাড়া, ডিমের দামও খাচিপ্রতি ২০ টাকা কমে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। ডিম বিক্রেতারা জানান, খামার মালিকরা দাম কমিয়েছে, তবে শীত মৌসুমে দাম আরও কমবে কিনা তা এখনও নিশ্চিত নয়।  


তবে, আলুর দাম কমেনি। হিলি বাজারে ভারত থেকে নিয়মিত আলু আমদানি হলেও গোল ও স্টিক আলুর দাম গত তিন দিনে ৫৫ টাকা থেকে বেড়ে ৬০ টাকা কেজি হয়ে গেছে। বিক্রেতারা জানান, বাজারে আলুর দাম কমানোর কোনও লক্ষণ নেই, যা নিয়ে স্থানীয় জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।  


বাজারে উপস্থিত ক্রেতারা জানান, সবজির দাম কমার কারণে কিছুটা স্বস্তি ফিরলেও আলুর দাম বৃদ্ধির জন্য প্রশাসনের কার্যকর মনিটরিং প্রয়োজন। শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমলেও, আলুর দাম নিয়ন্ত্রণে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।  


হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, গত ৫ নভেম্বর ৩৬টি আলু বহনকারী ট্রাক বন্দরে প্রবেশ করেছে এবং ৬ নভেম্বর পর্যন্ত আরও ২৬টি ট্রাক প্রবেশ করেছে। তবে, আলুর দাম কমানোর তৎপরতা এখনও দেখা যায়নি।