ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে ইন্দোনেশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: বুধবার ৬ই নভেম্বর ২০২৪ ০৩:৩৯ অপরাহ্ন
ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে ইন্দোনেশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক ইন্দোনেশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সকালে উপজেলার ১নং বুলাকীপুর ইউপির কুলানন্দপুরঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তির নাম ফাইজির রহমান (৪৮), তিনি তাবলীগ জামায়াতের সদস্য হিসেবে বাংলাদেশে আসেন।  


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তাবলীগের ৩-৪ জন মুসল্লি নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে ফাইজির রহমান নিখোঁজ হয়ে যান। তার সাথে গোসল করা অন্যরা দ্রুত স্থানীয়দের মাধ্যমে থানা এবং ফায়ার সার্ভিসে খবর দেন। প্রথম দিকে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের সদস্যরা নৌকা দিয়ে উদ্ধার অভিযান শুরু করলেও তার কোন খোঁজ মেলেনি। পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে বেলা সাড়ে ১১টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।  


ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, "আমরা নিশ্চিত দুর্ঘটনায় কবলিত হয়ে ওই মুসল্লি মারা গেছেন। যেহেতু তিনি বিদেশী নাগরিক, আমাদের উর্ধ্বতন কতৃপক্ষকে অবগত করেছি। তাবলীগ জামায়াতের নেতারা ইন্দোনেশিয়া দূতাবাসে যোগাযোগ করেছেন। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।"  


ফাইজির রহমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানিয়েছেন, নিহত ব্যক্তি তাবলীগ জামায়াতের সাথে গত কয়েকদিন ধরে কুলানন্দপুর গ্রামের উত্তরপাড়া জামে মসজিদে অবস্থান করছিলেন।