মোস্তাফিজুর রহমানের বোলিং তোপে আফগানিস্তান বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক
জিহাদ হায়দার , ক্রীড়া প্রতিবেদক ইনিউজ৭১
প্রকাশিত: বুধবার ৬ই নভেম্বর ২০২৪ ০৬:১২ অপরাহ্ন
মোস্তাফিজুর রহমানের বোলিং তোপে আফগানিস্তান বিধ্বস্ত

শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে চাপে ফেলেছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। দুই ওভার বোলিং করে মাত্র ৫ রান খরচে ৩ উইকেট তুলে নিয়ে আফগান ব্যাটিংকে ধসিয়ে দেন তিনি।


প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান শুরুতেই বিপদে পড়ে। তাসকিন আহমেদ প্রথম আঘাতটি করেন, তার বলটি ড্রাইভ করতে গিয়ে উইকেটকিপার মুশফিকুর রহিমের গ্লাভসে জমা পড়ে, এবং রহমানউল্লাহ গুরবাজ ৫ রান করে আউট হন। এর পর মোস্তাফিজুর রহমান বোলিংয়ে এসে আফগানিস্তানকে একে একে তিনটি বড় ধাক্কা দেন।


অষ্টম ওভারে রহমত শাহকে ফেরানোর পর পরপর দুই ওভারে সাদিকুল্লাহ অটল এবং আজমত উল্লাহকে আউট করেন মোস্তাফিজ। তার দুর্দান্ত কাটার এবং সুইং আফগান ব্যাটসম্যানদের সম্পূর্ণভাবে বিপদে ফেলে। ১০ ওভারে ৩৬ রানে আফগানিস্তান ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে।


আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন, তবে তাদের শুরু ছিল রুদ্ধশ্বাস। এদিকে বাংলাদেশের বোলিং আক্রমণ ছিল বেশ সফল, এবং মোস্তাফিজের পাশাপাশি তাসকিন ও শরিফুল ইসলামও উইকেট তুলে নেন।


বাংলাদেশের বোলিং শক্তি আজ একেবারে কাঁপিয়ে দিয়েছে আফগানিস্তানকে, এবং তাদের বিরুদ্ধে ভাল সংগ্রহ দাঁড় করানোর চাপ তৈরি করেছে।