হাকিমপুর মহিলা কলেজে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: বুধবার ৬ই নভেম্বর ২০২৪ ০৭:১৬ অপরাহ্ন
হাকিমপুর মহিলা কলেজে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দিনাজপুরের হাকিমপুর মহিলা কলেজে একাদশ, স্নাতক (ডিগ্রি) ও অনার্স শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ এবং ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান উপলক্ষে গত বুধবার (৬ নভেম্বর) কলেজে এক আনন্দমুখর পরিবেশে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


কলেজের অডিটোরিয়ামে সকাল সাড়ে ১১টায় এ অনুষ্ঠান শুরু হয়। কলেজের অধ্যক্ষ মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও কলেজ গভর্নিং বডির সভাপতি মোঃ ফেরদৌস রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, থানার পুলিশ পরিদর্শক এস.এম. জাহাঙ্গীর আলম, সাবেক অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রভাষক মোঃ শাহিনুর ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম এবং স্থানীয় সাংবাদিকসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানটি শুরু হয় কলেজের মেয়ে শিক্ষার্থীদের পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে, যার সঙ্গে বাংলা অর্থ এবং ইংরেজি অনুবাদও উপস্থাপন করা হয়। পরে, সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও কলেজের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর গান ও নৃত্য পরিবেশন করে।


এ অনুষ্ঠানটি নবীন শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণা এবং বিদায়ী শিক্ষার্থীদের জন্য আবেগপ্রবণ এক মুহূর্ত ছিল। নতুন শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন যে, কলেজে তাদের ভবিষ্যত আরো উজ্জ্বল হবে এবং বিদায়ী শিক্ষার্থীরা তাদের অধ্যায় শেষ করে নতুন পথে এগিয়ে যাবে।