শান্তি প্রতিষ্ঠা করতে হলে নীতির পরিবর্তন অপরিহার্য- ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক
মো. নাঈম হাসান ঈমন, জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: বুধবার ৬ই নভেম্বর ২০২৪ ০৩:৩৩ অপরাহ্ন
শান্তি প্রতিষ্ঠা করতে হলে নীতির পরিবর্তন অপরিহার্য- ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর ও চরমোনাই পীর, আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, "শুধু নেতা পরিবর্তন নয়, দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে নীতির পরিবর্তন করতে হবে।" তিনি গত মঙ্গলবার (৫ নভেম্বর) ঝালকাঠি জেলার রাজাপুর পাইলট স্কুল মাঠে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর আয়োজিত তৃণমূল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।


এ সময় আল্লামা ফয়জুল করীম বলেন, ‘‘৫ আগস্টের পরেও দেশে বৈষম্য, চুরি, ডাকাতি, নির্যাতন, অবিচার এবং দখলদারিত্বে কোনো পরিবর্তন আসেনি। শুধু নেতৃত্বের পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন না হলে দেশের পরিস্থিতি বদলাবে না।’’ তিনি আরো বলেন, "মাদার গাছ থেকে আম আশা করা যায় না, তেতুল গাছ লাগিয়ে মিষ্টি ফল আশা করা যায় না। একমাত্র ইসলামী হুকুমত কায়েম হলেই দেশে শান্তি ফিরবে।"


অন্যদিকে, ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘আমরা দেখেছি যে, খুনি ও লুটেরা সরকারের পতনের পরেও দেশের পরিস্থিতি বিশেষ পরিবর্তিত হয়নি। চুরি, ডাকাতি, দখলবাজি, টেন্ডারবাজি এখনো অব্যাহত রয়েছে।’’ 


এছাড়া, আল্লামা ফয়জুল করীম দাবি করেন, ‘‘ব্রিটিশ শাসনের পরেও মুসলমানদের সাথে বৈষম্য করা হয়েছে এবং তাদের অধিকার হরণ করা হয়েছে। আমাদের আন্দোলনের কারণেই পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল, কিন্তু মুসলমানরা আজও নানা ক্ষেত্রে বৈষম্যের শিকার।’’


তিনি আরও বলেন, ‘‘মুসলমানদের ওপর নির্যাতন বাড়ছে। তাদের দাঁড়ি-টুপি থাকার কারণে পুলিশ বা সেনাবাহিনীতে চাকরি পাওয়া যায় না, এমনকি সমাজের বিভিন্ন ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার।’’


বিভিন্ন দলের মাঝে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ‘‘হাত পাখা’’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘এই নির্বাচনে আমাদের লক্ষ্য, নীতি-আদর্শ রক্ষা ও শান্তির প্রতিষ্ঠা। আমরা বিশ্বাস করি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় এলে সবকিছু বদলে যাবে।’’ 


এদিকে, সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আল আমিন, ঝালকাঠি জেলা সভাপতি হাফেজ মো. আলমগীর হোসেন, যুব আন্দোলনের উপদেষ্টা মাওলানা মুফতি আসাদুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ। 


এ সমাবেশে সংগঠনের নেতারা দলমত নির্বিশেষে ‘‘হাত পাখা’’ মার্কায় ভোট দিয়ে দেশের ন্যায়বিচার, শান্তি এবং সমৃদ্ধি প্রতিষ্ঠার জন্য সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানান।