খাগড়াছড়ি সেনানিবাসে নবনির্মিত গ্রেনেড ফায়ারিং রেঞ্জের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
আরিফুল ইসলাম মহিন -খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ৬ই নভেম্বর ২০২৪ ১২:৫৮ অপরাহ্ন
খাগড়াছড়ি সেনানিবাসে নবনির্মিত গ্রেনেড ফায়ারিং রেঞ্জের উদ্বোধন

খাগড়াছড়ি সেনানিবাসে শহীদ মাস্টার ওয়ারেন্ট অফিসার মোঃ নাজিম উদ্দিনের নামানুসারে নবনির্মিত গ্রেনেড ফায়ারিং রেঞ্জের উদ্বোধন করা হয়েছে। ৬ নভেম্বর, বুধবার সকাল ১১ টায় এই আয়োজনটি অনুষ্ঠিত হয় খাগড়াছড়ি রিজিয়নে।


শহীদ নাজিম উদ্দিন ২০২৩ সালের ১২ মার্চ রামজুতান টিওবি থেকে টহলদলসহ রুমার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সন্ত্রাসীদের হামলায় তিনি গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে শাহাদত বরণ করেন। তার আত্মত্যাগকে চিরকাল স্মরণীয় করে রাখতে এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে, খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান, এসপিপি, এনডিসি, পিএসসি শহীদ নাজিম উদ্দিনের পরিবারের উপস্থিতিতে এই গ্রেনেড ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেন।


গ্রেনেড ফায়ারিং রেঞ্জের ফলক উন্মোচন ও উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শহীদ নাজিম উদ্দিনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 


এছাড়া, উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। সকলেই শহীদ নাজিম উদ্দিনের অবদান ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।


এভাবে, একদিকে যেখানে শহীদ সৈনিকদের আত্মত্যাগ স্মরণ করা হচ্ছে, অন্যদিকে নতুন সামরিক প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ দিক গ্রেনেড ফায়ারিং রেঞ্জও চালু হয়েছে, যা সেনাবাহিনীর দক্ষতা ও প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ।