খাগড়াছড়ি ও সাজেকে পর্যটকদের ফিরে আসা, হোটেল-কটেজে অগ্রীম বুকিং শুরু

নিজস্ব প্রতিবেদক
আরিফুল ইসলাম মহিন -খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ৬ই নভেম্বর ২০২৪ ১১:০৬ পূর্বাহ্ন
খাগড়াছড়ি ও সাজেকে পর্যটকদের ফিরে আসা, হোটেল-কটেজে অগ্রীম বুকিং শুরু

প্রকৃতিপ্রেমী পর্যটকদের জন্য দীর্ঘ এক মাসের বিরতি শেষে খাগড়াছড়ি ও সাজেকের পর্যটন কেন্দ্রগুলি আবারও উন্মুক্ত হয়েছে। গত ৮ অক্টোবর থেকে একাধিক সহিংস ঘটনার পর পার্বত্য চট্টগ্রামে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হলেও, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ায় পর্যটকেরা ফিরতে শুরু করেছেন। 


প্রথমদিনেই খাগড়াছড়ি শহরের কাউন্টার এলাকায় পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেছে। বন্ধুবান্ধব ও পরিবার পরিজন নিয়ে অনেকেই সাজেক, আলুটিলা, রিছাং ঝর্ণার মতো দর্শনীয় স্থানগুলোতে বেড়াতে এসেছেন। শীতকাল আসন্ন, তাই সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


এদিকে, সাজেক সড়কে পরিবহন চলাচলও শুরু হয়েছে স্বাভাবিক গতিতে। সাজেক পরিবহন কাউন্টারের লাইনম্যান আরিফ খান বলেন, "দীর্ঘ দেড় মাস পর আজ থেকে রুটেশনে ২৫টি পিকআপ ও জীপ সাজেকের উদ্দেশে চলাচল করেছে।" 


খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, "পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। আমরা আশা করছি, আসন্ন পর্যটন মৌসুমে খাগড়াছড়ি জেলায় ব্যাপক পর্যটক সমাগম হবে।"


এছাড়া, হোটেল ও কটেজে ইতোমধ্যে আগাম বুকিং নেওয়া শুরু হয়েছে। বিশেষ করে শুক্রবার ও শনিবারের জন্য সাজেক ও খাগড়াছড়ির পর্যটন স্পটগুলোতে ভ্রমণের জন্য পর্যটকদের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।