বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে ওয়ানডে সিরিজ শুরু: ব্যাট করছে আফগানরা

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বুধবার ৬ই নভেম্বর ২০২৪ ০৪:০৫ অপরাহ্ন
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে ওয়ানডে সিরিজ শুরু: ব্যাট করছে আফগানরা

সাত মাস পর আবারও ওয়ানডে ফরম্যাটে ফিরছে বাংলাদেশ, তবে এর আগে দুই ফরম্যাটে (টেস্ট ও টি-২০) তাদের পারফরম্যান্স তেমন ভাল না হলেও, আশা করা হচ্ছে নতুন সিরিজে তারা আবার নিজেদের সেরাটা দিতে পারবে। আজ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, যা শারজাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে। 


গত কিছু সময়ে আফগানিস্তান খুবই শক্তিশালী ক্রিকেট দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। সম্প্রতি, তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে, যা তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। অন্যদিকে, বাংলাদেশের জন্য এটি একটি নতুন চ্যালেঞ্জ, কারণ শেষ ওয়ানডে সিরিজ তারা মার্চে নিউজিল্যান্ডে খেলেছিল এবং এরপর একাধিক পরিবর্তন এসেছে স্কোয়াডে। 


আজকের ম্যাচের আগে, বাংলাদেশ টস হেরে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ দলের একাদশে বেশ কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। চোটের কারণে তানজিম হাসান সাকিব এবং অসুস্থতার কারণে লিটন দাস খেলছেন না। তবে ওপেনিংয়ে আছেন সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম। এছাড়া, তিন পেসার—তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবং শরিফুল ইসলাম—একাদশে আছেন, সঙ্গে আছেন লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন এবং মেহেদী হাসান মিরাজ। 


অন্যদিকে, আফগানিস্তান তাদের দলেও কিছু পরিবর্তন এনেছে। ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স করা সেদিকউল্লাহ অটল আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করবেন এই ম্যাচে। আফগানিস্তানের একাদশে আছেন অভিজ্ঞ স্পিনার রশিদ খান এবং মোহাম্মদ নবি, সঙ্গে রয়েছেন পেস বোলার গুলবাদিন নাইব ও ফজলহক ফারুকি। 


বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হবে ওপেনিং পার্টনারশিপ এবং মিডল অর্ডার ব্যাটিং। তাদের দুর্দান্ত ব্যাটসম্যানদের মধ্যে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে বড় ইনিংস খেলার সুযোগ নিতে হবে। আফগানিস্তানও বেশ শক্তিশালী দল, বিশেষ করে তাদের স্পিন বিভাগে রশিদ খান এবং মোহাম্মদ নবি যেকোনো সময় খেলা ঘুরিয়ে দিতে সক্ষম।


প্রথম ম্যাচটি মাঠে গড়ানোর আগে, দুই দলের পক্ষ থেকেই ভক্তদের জন্য ছিল উত্তেজনা এবং প্রত্যাশার মিশ্রণ। তবে এবার যারা জিতবে, তারা সিরিজে আগের দিকে এগিয়ে যাবে। ক্রিকেটপ্রেমীরা চোখ রেখেছেন এই সিরিজের দিকে, যাতে দুই দলের শক্তি এবং দুর্বলতা উন্মোচিত হবে।