রাজধানীর মিরপুর ও উত্তরা পূর্ব থানার পৃথক দুই হত্যা মামলায় ৬ জন বিশিষ্ট ব্যক্তিকে নতুন করে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। বুধবার (৬ নভেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এ আদেশ দেন। আদালত গ্রেপ্তার দেখানোর পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
এদিন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের আদালতে হাজির করা হয়। পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে পালন করেন। বিচারক মামলার তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন।
পৃথক হত্যাকাণ্ডের সাথে সম্পর্কিত, খিলগাও থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয় ব্যারিস্টার সুমন, মিরপুর থানার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, লালবাগ থানার মামলায় সাবেক সচিব জাহাঙ্গীর আলম এবং উত্তরা পূর্ব থানার একটি হত্যাকাণ্ডের মামলায় আবারও গ্রেপ্তার করা হয় আনিসুল হককে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে, যা বর্তমানে তদন্তাধীন। আদালতের এ নির্দেশের পর তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে এবং মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে।
এ ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, সকল আসামির বিরুদ্ধে যথাযথ তদন্ত ও বিচার প্রক্রিয়া চলবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।