টাঙ্গাইলে পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
ফুয়াদ হাসান রঞ্জু, উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর- টাঙ্গাইল
প্রকাশিত: শুক্রবার ১৩ই সেপ্টেম্বর ২০২৪ ০৭:০১ অপরাহ্ন
টাঙ্গাইলে পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের ঘাটাইল ও কালিহাতী থেকে  দুইজ‌নের মরদেহ উদ্ধার ক‌রা হয়েছে। এর মধ্যে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঘাটাইল উপ‌জেলার কাইতকাই এলাকায় একটি বা‌ড়ির পা‌শের ধানখেত থেকে কিশোর শামী‌ম (১৪) ও কালিহাতী উপ‌জেলার হা‌তিয়া এলাকা থেকে অজ্ঞাত বৃ‌দ্ধের মরদেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।


শামীম উপজেলার ভানিকাত্রা গ্রামের ভ্যানচালক করিমের ছেলে।


স্থানীয় বাসিন্দারা জানান, ঘাটাইল উপজেলার কাইতকাই এলাকায় ধানখেতের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। শামীম ঘাটাইল ক‌্যান্টন‌মেন্ট-সংলগ্ন ঝড়কা বাজারের এক‌টি মুরগির দোকা‌নে কাজ করত। ‌যে বা‌ড়ির পা‌শে তার মরদেহ উদ্ধার হ‌য়েছে সেই বাড়িতে কেউ ছিল না। তার মাথায় আঘাত ক‌রে হত‌্যা করা হ‌য়েছে বলে ধারণা করছেন তারা।



এদিকে একই সম‌য়ে কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ত‌বে তার মৃত্যু ট্রেনে কাটা না‌কি অন্যকিছু হ‌য়ে‌ছে সেটা জানা যায়‌নি।


ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) র‌কিবুল ইসলাম জানান, প্রাথ‌মিকভা‌বে ধারণা করা হ‌চ্ছে তা‌কে কেউ হত‌্যার পর সেখা‌নে ফে‌লে গে‌ছে। নিহতের মরদেহ ময়নাতদ‌ন্তের জন‌্য ম‌র্গে প্রেরণ করা হ‌য়ে‌ছে। তদন্ত ক‌রে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।



কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক জানান, রেললাইনের পাশে প‌ড়ে‌ছিল ওই বৃদ্ধের মরদেহ। যেহেতু মরদেহটি রেললাইনের পা‌শে প‌ড়ে‌ছিল সে‌হেতু বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়। প‌রে তারা মরদেহটি উদ্ধার করেন।