নোয়াখালীতে স্বর্ণ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
গিয়াস উদ্দিন রনি- জেলা প্রতিনিধি , নোয়াখালী
প্রকাশিত: মঙ্গলবার ৭ই জানুয়ারী ২০২৫ ০৭:১৩ অপরাহ্ন
নোয়াখালীতে স্বর্ণ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ৩

নোয়াখালীর বেগমগঞ্জে স্বর্ণ আত্মসাতের অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে একটি ২৪ ক্যারেটের স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারকৃতদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে সোমবার চাঁদপুর ও চট্টগ্রামের খুলশী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের সোহেল (৩৫), তার বোন নুর জাহান বেগম (৪০), এবং তার স্বামী মাইন উদ্দিন (৪৯)। 


পুলিশ জানায়, সোহেল দীর্ঘদিন সৌদি আরবে কাজ করার সময় উজ্জ্বল চৌকিদার ও সুজন চৌকিদারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। দেশে ফেরার সময় উজ্জ্বল ও সুজনের পরিবারের জন্য সোহেলের কাছে মোট ২১৭ গ্রাম ৬ পয়েন্ট ওজনের স্বর্ণ, যার মধ্যে একটি ২৪ ক্যারেটের বার ও অলংকার ছিল, পাঠানো হয়। সোহেল ২৩ ডিসেম্বর দেশে ফেরার পর এসব স্বর্ণ তার বন্ধুদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। তবে তিনি তা না করে মোবাইল ও সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ করে আত্মগোপন করেন। 


উজ্জ্বল ও সুজনের পরিবারের সদস্যরা সোহেলের বাড়িতে গিয়ে স্বর্ণের দাবি করলে সোহেল ও তার পরিবার তা অস্বীকার করে এবং উল্টো হুমকি দেয়। এরপর সোহেল এলাকা থেকে পালিয়ে যান। 


এ ঘটনায় উজ্জ্বলের মামা আবুল কালাম বাদী হয়ে গত ৫ জানুয়ারি বেগমগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সোহেলসহ তার বোন ও বোনের স্বামীকে গ্রেপ্তার করে। তাদের হেফাজত থেকে ১১৬ গ্রাম ৬ পয়েন্ট ওজনের ২৪ ক্যারেটের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 


বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান বলেন, আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে। স্বর্ণ আত্মসাতের ঘটনাটি স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।