তিন্নি হত্যা মামলায় সাবেক এমপি অভি খালাস

নিজস্ব প্রতিবেদক
বিশেষ প্রতিবেদক - আইন আদালত
প্রকাশিত: মঙ্গলবার ১৪ই জানুয়ারী ২০২৫ ০৬:২৬ অপরাহ্ন
তিন্নি হত্যা মামলায় সাবেক এমপি অভি খালাস

জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভি তিন্নি হত্যা মামলায় খালাস পেয়েছেন। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছা. শাহীনুর আক্তার মঙ্গলবার বিকেলে এ রায় দেন। আদালত জানিয়েছেন, রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে। পলাতক অবস্থায় থাকা অভির পক্ষে নিযুক্ত আইনজীবী রায়ে সন্তোষ প্রকাশ করলেও রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ মো. আবু জাফর রিজভী রায়ে অসন্তোষ প্রকাশ করে জানান, পূর্ণাঙ্গ রায় দেখে আপিল করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 


২০০২ সালের ১০ নভেম্বর বুড়িগঙ্গা নদীর চীন মৈত্রী সেতুর পাশে মডেল তিন্নির লাশ পাওয়া যায়। কেরানীগঞ্জ থানায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা হয়, যা পরে সিআইডিতে তদন্তাধীন ছিল। দীর্ঘ তদন্ত শেষে গোলাম ফারুক অভিকে প্রধান আসামি করে চার্জশিট দাখিল করা হয়। তবে তদন্ত ও বিচার প্রক্রিয়ার নানা পর্যায়ে অভিযোগ প্রমাণের পর্যাপ্ত তথ্য দিতে না পারায় তাকে খালাস দেওয়া হলো।