ঝালকাঠির নলছিটি উপজেলার অনুরাগ পৌরীপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি বিরুদ্ধে ১০ লাখ ৫২ হাজার টাকা আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এই অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও সভাপতি লাভলু মিয়ার যোগসাজশে বিদ্যালয়ের উন্নয়ন খাতের বরাদ্দকৃত টাকার কোনো কাজ বাস্তবায়ন হয়নি। ২০১৮-১৯ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত আসা বরাদ্দের অধিকাংশ টাকা আত্মসাৎ করা হয়েছে। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, ২০১৮-২০১৯ অর্থবছরে ২ লাখ টাকা বরাদ্দে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি, পাশাপাশি প্রাকপ্রাথমিক শিক্ষা, স্লিপ এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য বরাদ্দ টাকারও কোনো ব্যয় হয়নি।
অভিযোগে আরও বলা হয়েছে, প্রধান শিক্ষক নজরুল ইসলাম বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না হয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা হওয়ার দোহাই দিয়ে শহরে ঘুরে বেড়াতেন। এর ফলে বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বিঘ্নিত হতো এবং শৃঙ্খলার অবনতি ঘটছিল। বিদ্যালয়ের খেলার মাঠেও ওয়াশব্লক নির্মাণের অভিযোগ রয়েছে, যার ফলে শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশে বাধা সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, ২০১৮ সালের জুন মাসে তিনি বিদ্যালয়ে যোগদান করেন এবং বরাদ্দের টাকা কাজে ব্যবহার করেছেন। তবে তিনি অভিযোগের সত্যতা অস্বীকার করেন এবং বলেন যে এটি বদলির জন্য তাকে হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ করা হয়েছে।
এদিকে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন অভিযোগগুলোকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি জানান, তার মেয়াদের মধ্যে কোনো অনিয়ম হয়নি এবং বরাদ্দকৃত টাকা যথাযথভাবে খরচ করা হয়েছে।
এ ব্যাপারে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, তিনি অভিযোগটি পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।