কুয়াকাটায় জেলের জালে ধরা পড়লো ৪৬ কেজি ওজনের পাখি মাছ !

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ৯ই অক্টোবর ২০২৪ ০৬:৩৮ অপরাহ্ন
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়লো  ৪৬ কেজি ওজনের পাখি মাছ !

পটুয়াখালীর কুয়াকাটা মৎস মার্কেটে বিশাল একটি সেইল ফিস (পাখি মাছ) বিক্রির জন্য নিয়ে আসেন পাথরঘাটার জেলে সোহেল রানা।  ৪৬ কেজি ওজনের এই মাছটি তার জালে ধরা পরেছে। বুধবার (০৯ অক্টোবর)  সকালে  কুয়াকাটা মৎস্য আড়তে  নিয়ে আসলে এসময় এ মাছটি দেখতে ভীড় জমায় উৎসুক জনতা। 


জানা গেছে, উপকূলে এসব মাছের চাহিদা না থাকায় নিলামের মাধ্যমে মোঃ হাসান নামের এক মাছ ব্যবসায়ী ২০০ টাকা কেজি দরে মাছটি  ৯ হাজার ২'শ টাকায় কিনে নেন।


জেলে সোহেল বলেন, এই প্রজাতির মাছ এখন কম ধরা পরছে।  মাছগুলি বেশ শক্তিশালী আমার কাছে মনে হয়। আগে সাগরে আরো বেশি ধরা পড়ত এই মাছ।  সকালে কুয়াকাটা এই বাজারে নিলামের মাধ্যমে বিক্রি করেছি।


কলাপাড়া উপজেকলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটির বৈজ্ঞানিক নাম সেইল ফিস জেলেরা এটিকে (পাখি মাছ) বলে থাকে। এই মাছগুলো গভীর সমুদ্র থাকে। ঘণ ঘণ সমুদ্রের আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো উপকূললে আসে না। যার কারণে কম ধরা পড়ছে। তবে আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। আশা করছি আরো বড় বড় সাইজের মাছ জেলেরা শিকার করতে পারবে।