পিরোজপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, (জেলা প্রতিনিধি, পিরোজপুর)
প্রকাশিত: মঙ্গলবার ১৪ই জানুয়ারী ২০২৫ ০৬:৪৪ অপরাহ্ন
পিরোজপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

পিরোজপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে শীতবস্ত্র বিতরণ করেছে। আজ মঙ্গলবার সকালে পিরোজপুর জেলা শাখার আয়োজনে গরীব, অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ। এছাড়াও উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবর তালুকদার, পরিষদের সভাপতি সার্জেন্ট অবসরপ্রাপ্ত মো. রফিকুল ইসলাম, সহ-সভাপতি সার্জেন্ট অবসরপ্রাপ্ত মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সার্জেন্ট অবসরপ্রাপ্ত মো. হাবিবুর রহমান এবং অন্যান্য নেতৃবৃন্দ। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ বরাবরই সমাজসেবামূলক কাজ করে আসছে। তাদের শীতবস্ত্র বিতরণের উদ্যোগ প্রশংসনীয় এবং মানবিক। এই ধরনের উদ্যোগ সমাজে সহযোগিতার পরিবেশ তৈরি করতে সহায়ক। তিনি পরিষদের সব সদস্যকে ধন্যবাদ জানিয়ে সমাজের অন্যান্যদেরও এ ধরনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয় এবং শীতার্ত মানুষের মুখে হাসি ফুটিয়ে দেয়।