মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক বন্দীর আর্তনাদের চিঠি

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: রবিবার ১২ই জানুয়ারী ২০২৫ ০৮:৪১ অপরাহ্ন
মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক বন্দীর আর্তনাদের চিঠি

খুলনা জেলা কারাগারে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বিকাশ বিশ্বাসের একটি চিঠি সম্প্রতি সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের কাছে পৌঁছেছে। চিঠিতে বিকাশ বিশ্বাস তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আর্তনাদ জানিয়েছেন এবং উচ্চ আদালতে মামলার পুনঃশুনানি করার আবেদন করেছেন। ২০২১ সালের ৭ অক্টোবর খুলনা জেলা ও দায়রা জজ আদালত মাদক (কোকেন) মামলায় তাকে মৃত্যুদণ্ড দেন। তিনি চিঠিতে দাবি করেছেন, তার ডিফেন্স কেস সুস্পষ্টভাবে নির্দোষ প্রমাণ করা সত্ত্বেও বিচারক মামলার সাক্ষী, জেরা এবং জবানবন্দি সঠিকভাবে পর্যালোচনা না করে তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন।


বিকাশ বিশ্বাসের বক্তব্যে বলা হয়েছে, তিনি ২০১৯ সালের ১৯ আগস্ট থেকে খুলনা জেলা কারাগারে আছেন এবং তার বিরুদ্ধে কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেই। তিনি আরও উল্লেখ করেন, তার নামে পূর্বে কোনো মাদকসংক্রান্ত মামলা নেই এবং তার দরিদ্রতা কাজে লাগিয়ে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।


বিকাশ বিশ্বাস চিঠিতে তার দুর্ভাগ্যের কথা উল্লেখ করে বলেন, বিচারক তার ন্যায়বিচারের অধিকার থেকে তাকে বঞ্চিত করেছেন। তিনি আরও দাবি করেন, মামলার নথি সঠিকভাবে পর্যালোচনা করলে কোনো সচেতন বিচারক তাকে মৃত্যুদণ্ড দিতে পারতেন না।


চিঠিতে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের কাছে একটি আবেদন জানান, যেখানে তিনি বলেন, "উচ্চ আদালতে (হাইকোর্টে) আমার মামলার শুনানি করতে চাই এবং যদি আমাকে তিন দিনের জন্য শুনানির সুযোগ দেওয়া হয়, তবে আমি নিম্ন আদালতের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারব।" তিনি আরও বলেছেন, "মৃত্যুদণ্ডের চেয়ে মরে যাওয়া অনেক ভালো, বিশেষত যখন আপনি বিনা দোষে জেল খাচ্ছেন।"


চিঠি সম্পর্কে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, "চিঠিটি পেয়ে আমি আবেগাপ্লুত হয়ে পড়েছি। আমি এই চিঠিটি হাইকোর্টে ডেথ রেফারেন্স মামলাটি শুনানির জন্য উপস্থাপন করব।"