আগামী ৩১ জানুয়ারি টঙ্গীর তুরাগ তীরে শুরু হবে শূরায়ী নেজামের বিশ্ব ইজতেমা, যা ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। চারদিন বিরতি দিয়ে ৭ ফেব্রুয়ারি মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের ইজতেমা শুরু হবে। ইজতেমার জন্য ১৬০ একর বিশাল ময়দানে প্রস্তুতি তুঙ্গে। স্বেচ্ছাসেবকরা বিনাশ্রমে কাজ করছেন, শামিয়ানা টানানো, খুঁটি গাঁড়া, টয়লেট পরিষ্কার, বিদ্যুৎ লাইন স্থাপনসহ বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করছেন।
মঙ্গলবার ইজতেমা মাঠে গিয়ে দেখা যায়, বিদেশি মেহমানদের নিবাস ও মূল বয়ান মঞ্চ তৈরির কাজ চলছে। শামিয়ানা টানানো, মঞ্চ তৈরিসহ অন্যান্য কাজ আগামী সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবীরা। কেরানীগঞ্জ থেকে আসা স্বেচ্ছাসেবক দিদারুল আলম জানান, তারা একটি দল হিসেবে কাজ করছেন এবং ইজতেমার তিন-চার দিন আগেই সব প্রস্তুতি শেষ হবে।
মাদরাসা ছাত্র মো. হোসাইন জানান, তারা ৩০-৪০ জনের একটি দল নিয়ে ময়দানের পরিচ্ছন্নতা ও নামাজের জন্য ময়দানে লাইন কাটার কাজ করছেন। মূল বয়ান মঞ্চ তৈরির দায়িত্বে থাকা মোশাররফ হোসেন জানান, তিনি গত ১৬ বছর ধরে এই কাজ করছেন এবং এবারও সময়মতো কাজ শেষ হবে বলে আশাবাদী।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান জানান, আগত মুসল্লিদের নিরাপত্তায় পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। শান্তিপূর্ণ ইজতেমা আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ইজতেমার মহাসমাবেশের জন্য মাঠ প্রস্তুতির পাশাপাশি আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।