লালমনিরহাট জেলার তুষভান্ডার,টেপাটারী আদর্শপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে সিমি (১৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ মে) দুপুর ১টার দিকে উপজেলার তুষভান্ডার আদর্শপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।সিমি কালিগঞ্জ কে ইউপি উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী। ওই এলাকার আপেল মিয়ার মেয়ে।
লালমনিরহাট রেলওয়ে থানা সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার বুড়িমাড়ী থেকে ছেড়ে আসা পার্বতীপুর লোকাল ট্রেনটি কাকিনা স্টেশনে প্রবেশের সময় সিমি ট্রেনে কাটা পড়েন। তবে ঘটনাটি দুর্ঘটনা না আত্মহত্যা এ ব্যাপারে স্থানীয় লোকজন কিছু বলতে পারেননি।
কালিগঞ্জ থানার ওসি ইমতিয়াজ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা দিয়েছি। কীভাবে ঘটনাটি ঘটেছে সেটা ঘটনাস্থলে গিয়ে খোঁজ নেব।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।