পাকিস্তানের বেলুচিস্তানে জঙ্গিদের হাতে জিম্মি হওয়া দেড় শতাধিক যাত্রীকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনটি বোলান এলাকায় পৌঁছালে জঙ্গিরা হামলা চালিয়ে যাত্রীদের জিম্মি করে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দ্রুত অভিযান চালিয়ে ১০৪ জন যাত্রীকে মুক্ত করে এবং অন্তত ২৭ জন জঙ্গিকে হত্যা করে।
হামলার সময় ট্রেনে সামরিক বাহিনীর সদস্যসহ চার শতাধিক যাত্রী ছিলেন। বিস্ফোরণের মাধ্যমে রেললাইনের একটি অংশ উড়িয়ে দেওয়া হয় এবং বালুচ লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করে। তারা বেলুচিস্তানের রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবি জানায় এবং হুমকি দেয়, ৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানা হলে জিম্মিদের হত্যা করা হবে।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তারা শেষ জঙ্গিকে পরাজিত না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাবে। পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী বলেন, জঙ্গিরা নারী ও শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করছে, তাই অভিযান অত্যন্ত সতর্কতার সঙ্গে চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত উদ্ধার অভিযান সফলভাবে এগোচ্ছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, উদ্ধার অভিযানের কারণে জঙ্গিরা কোণঠাসা হয়ে পড়েছে। অভিযানে অংশ নেওয়া বাহিনী বলছে, ট্রেনে থাকা অন্যান্য যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেই অপারেশন চালানো হচ্ছে। তবে এখনো কয়েকজন জিম্মি মুক্ত হয়নি বলে জানা গেছে।
বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ প্রদেশ হলেও দীর্ঘদিন ধরে সেখানে স্বাধীনতার দাবিতে লড়াই চালিয়ে আসছে সশস্ত্র সংগঠন বালুচ লিবারেশন আর্মি। সরকারি বিভিন্ন স্থাপনা, রেললাইন ও পুলিশ স্টেশনে হামলা চালানো তাদের জন্য নতুন কিছু নয়।
পাকিস্তান সরকার বিএলএ-কে নিষিদ্ধ ঘোষণা করলেও সংগঠনটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ ইতিমধ্যে বিএলএ-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।
এদিকে, উদ্ধার অভিযানের পরও বালুচ লিবারেশন আর্মি হুমকি দিয়েছে, সরকার যদি তাদের দাবি না মানে, তাহলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। পাকিস্তানি সেনাবাহিনীও জানিয়েছে, তারা যেকোনো মূল্যে এই অপহরণ ও সন্ত্রাসবাদ মোকাবিলা করবে।
বিশেষজ্ঞরা বলছেন, বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে স্বাধীনতার আন্দোলন চললেও সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলা বেড়ে গেছে। নিরাপত্তা বাহিনী অভিযান অব্যাহত রাখলেও এই অঞ্চলে সহিংসতা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।