বাংলাদেশের সাংবাদিকদের জন্য ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সাংবাদিকদের বেতন ৩০ থেকে ৪০ হাজার টাকার নিচে হলে সেই প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া উচিত। বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, বর্তমানে সাংবাদিকতা এক ধরনের শোষণমূলক শিল্পে পরিণত হয়েছে। সাংবাদিকদের রক্ত চুষে নেওয়া হচ্ছে, বছরের পর বছর কাজ করলেও তারা ন্যায্য বেতন পাচ্ছেন না। তিনি মনে করেন, সাংবাদিকদের বেতন বাড়ানোর জন্য একটি নতুন আন্দোলন গড়ে তোলা উচিত যাতে তারা উপযুক্ত পারিশ্রমিক পান।
তিনি আরও বলেন, সাংবাদিকদের জন্য একটি নির্দিষ্ট ফ্লোর বেতন থাকা প্রয়োজন। এটি ৩০ হাজার বা ৪০ হাজার টাকা হতে পারে, তবে এর কম হওয়া উচিত নয়। এর চেয়ে কম বেতন দেওয়া হলে সেই সংবাদমাধ্যম বন্ধ করে দেওয়া উচিত। কারণ সাংবাদিকদের যথাযথ মূল্যায়ন না হলে তারা স্বাধীনভাবে কাজ করতে পারবেন না।
শফিকুল আলম বলেন, সাংবাদিকদের ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইট নিশ্চিত করতে হবে এবং তাদের যথাযথ মূল্য দিতে হবে। ভালো সাংবাদিকতা টিকিয়ে রাখতে হলে যোগ্য সাংবাদিকদের ন্যায্য বেতন দেওয়া জরুরি।
তিনি আরও বলেন, বাংলাদেশে শেখ হাসিনার শাসনামলে প্রকৃত মিডিয়া ফ্রিডম ছিল না। সাংবাদিকদের নির্ভীকভাবে কাজ করার সুযোগ দিতে হবে। তিনি মাল্টিমিডিয়া সাংবাদিক ও ফটো সাংবাদিকদের অবদানকে স্মরণীয় বলে অভিহিত করেন এবং বলেন, তারা সবসময় সাহসিকতার সঙ্গে কাজ করেছেন।
আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসউদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েমসহ আরও অনেকে। তারা সবাই সাংবাদিকদের ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
আলোচকরা বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হলে সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তারা আরও বলেন, সাংবাদিকদের কাজের মূল্যায়ন করতে হবে এবং তাদের অধিকার সংরক্ষণে যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার।
এই সভায় বক্তারা সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং বলেন, ন্যায্য বেতন কাঠামো নিশ্চিত না হলে সাংবাদিকতার মানও বজায় থাকবে না। সাংবাদিকদের মর্যাদা ও অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দেন উপস্থিত নেতারা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।