কালকিনিতে ডিজিটাল সনদ-স্মার্ট কার্ড পেয়ে খুশি বীর মুক্তিযোদ্ধারা

নিজস্ব প্রতিবেদক
মোঃ আতিকুর রহমান আজাদ,উপজেলা প্রতিনিধি কালকিনি (মাদারীপুর)
প্রকাশিত: শনিবার ৩০শে জুলাই ২০২২ ০৫:৫৫ অপরাহ্ন
কালকিনিতে ডিজিটাল সনদ-স্মার্ট কার্ড পেয়ে খুশি বীর মুক্তিযোদ্ধারা

মাদারীপুরের কালকিনি উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। 


আজ শনিবার সকালে উপজেলা মিনি অডিটরিয়াম হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহার সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ। 


এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর ফারুক, পৌরসভার মেয়র এস এম হানিফ, উপজেলা আ.লীগের যুগ্নসম্পাদক লোকমান সরদার, উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি মোঃ শাহাদাত সরদার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল ও সাবেক ডেপুটি কমান্ডার আবদুল মালেকসহ যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী বৃন্দ।