আশাশুনিতে মৎস্য দপ্তর বিশেষ কম্বিং অপারেশ/অভিযান পরিচালনা করে ১০টি জাল জব্দ ও আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে খোলপেটুয়া নদীতে এ মোবাইল কোর্ট/অভিযান পরিচালনা করা হয়।
মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অনান্য ক্ষতিকর অবৈধ জাল নির্মূলে বিশেষ কম্বিং অপারেশ-২০২৩ বাস্তবায়নে উপজেলা মৎস্য দপ্তর মোবাইল কোর্ট/অভিযান পরিচালনাকালে খোলপেটুয়া নদীর বিভিন্ন স্থানে নদীতে পেতে রাখা ৮টি বেহুুন্দি জাল ও ২টি মশারী জাল জব্দ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদারের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও পুলিশ সদস্যবৃন্দ। পরে জব্দকৃত জালগুলো মানিকখালী ফেরীঘাটে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জালগুলোর আনুমানিক মূল্য আড়াই লক্ষ টাকা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।