পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশের জামালপুর শাখার স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে ।আজ দুপুরে দয়াময়ী মোড় থেকে শুরু হওয়া মিছিলটি বকুল তলা গিয়ে শেষ হয় ।
মিছিলের মাধ্যমে রোজা রাখার পবিত্রতা বজায় রাখার আহ্বান জানানো হয়, এবং এতে বলা হয় যে, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁয় খাবার পরিবেশন বন্ধ রাখা উচিত। একই সাথে অশ্লীলতা ও বেহায়াপনা রোধ করার দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতী মোস্তফা কামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার উপদেষ্টা ডা. সৈয়দ ইউনুস আহমদ,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী হামিদুল ইসলাম, সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজী প্রমুখ। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের জামালপুর শাখার নেতৃবৃন্দ, সংগঠনের কর্মী এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।