মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বাংলাদেশে ইউএসএআইডির ২৯ মিলিয়ন ডলার অর্থায়নের বিষয়ে কথা বলেছেন। স্থানীয় সময় শনিবার মেরিল্যান্ডে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে (সিপিএসি) তিনি বলেন, "বাংলাদেশে এই অর্থ রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে দেওয়া হয়েছে, যা মূলত কট্টর বামপন্থীদের ভোট দিতে সহায়তা করছে।"
এর আগে ১৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতাবিষয়ক বিভাগ (ডিওজিই) জানায়, বাংলাদেশসহ কয়েকটি দেশে ইউএসএআইডির অর্থায়ন বাতিল করা হয়েছে। বাংলাদেশে "স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ" প্রকল্পের আওতায় এই অর্থ দেওয়া হচ্ছিল, যা রাজনৈতিক পরিসর শক্তিশালী করার লক্ষ্যে ব্যয় হচ্ছিল বলে জানানো হয়।
শুক্রবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, "বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে ২৯ মিলিয়ন ডলার এমন এক সংস্থার কাছে গেছে, যার নাম আগে কেউ শোনেনি।" তিনি বলেন, "ছোট একটি সংস্থা, মাত্র দুজন কর্মী রয়েছে সেখানে, অথচ তারা বিশাল অঙ্কের অর্থ পেয়েছে।" তিনি একে বড় ধরনের প্রতারণা বলে উল্লেখ করেন।
এর পরদিন সিপিএসি-তে আবারও এই প্রসঙ্গ তোলেন ট্রাম্প। মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, ওই অনুষ্ঠানে তিনি নির্বাচনে তার বিজয়, ইউক্রেন যুদ্ধ বন্ধে নেওয়া পদক্ষেপ, সীমান্তে সামরিক উপস্থিতি ও প্রশাসনিক সংস্কার নিয়ে কথা বলেন। তিনি বলেন, তার পুনরায় নির্বাচিত হওয়া যুক্তরাষ্ট্রকে "গুপ্তচর, যুদ্ধবাজ ও দুর্নীতিপরায়ণ চক্র" থেকে মুক্ত করবে।
ট্রাম্প ইউএসএআইডির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে বলেন, সংস্থার কর্মী সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে এবং ওয়াশিংটনের দপ্তরও বেদখল হয়েছে। তিনি জানান, কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন কর্মকর্তারা সেই দপ্তর নিয়ন্ত্রণে নিয়েছেন।
তিনি বলেন, "সংস্থাটির ভবন থেকে সেটির নামও সরিয়ে ফেলা হয়েছে।" ট্রাম্প প্রশাসনের দাবি, ইউএসএআইডির মতো সংস্থাগুলো অনিয়ন্ত্রিতভাবে অর্থ ব্যয় করছে, যা যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী।
পর্যবেক্ষকরা মনে করছেন, ট্রাম্পের এই মন্তব্য মূলত তার প্রশাসনের পরবর্তী পরিকল্পনার অংশ, যেখানে তিনি আন্তর্জাতিক সহায়তা কমানোর পক্ষপাতী। বিশেষ করে বাংলাদেশসহ কয়েকটি দেশে রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া সহায়তা নিয়ে তার কড়া অবস্থান স্পষ্ট হয়েছে। তবে ইউএসএআইডি বা মার্কিন প্রশাসনের অন্য কোনো সংস্থা এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।