ধামইরহাটে আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন

নিজস্ব প্রতিবেদক
মোঃ আবুমুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৭শে ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৩১ অপরাহ্ন
ধামইরহাটে আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন

নওগাঁর ধামইরহাটে "সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি" শীর্ষক আন্তঃধর্মীয় সংলাপ ২৭ ফেব্রুয়ারি সকালে অনুষ্ঠিত হয়েছে। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় এই সংলাপের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী চপল এর সভাপতিত্বে অনুষ্ঠানটি ধামইরহাট ভবনের প্রেস ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পিএফজির কো-অর্ডিনেটর ও প্রেস ক্লাবের সাবেক সম্পাদক সাংবাদিক আবু হেনা মো. মোস্তফা কামাল বাবু ঘোষণাপত্র পাঠ করেন।


সংলাপে অংশ নেন এমআইপিএস প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ড. নাজমুন নাহার নুর, প্রকল্পের জেন্ডার এন্ড ইয়ুথ এম্পাওয়ারমেন্ট এক্সপার্ট শারমিন সুলতানা লাবন্য, জেলা সমন্বয়ক সুকমল মন্ডল, উপজেলা বিএনপির নেতা মো. হানজালা, পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি সহিদুর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট মো. আইয়ুব হোসেন, যুবলীগের সহ-সভাপতি সেলিম মাহমুদ রাজু, জাতীয় পার্টির সভাপতি দেওয়ান মো. আব্দুল হান্নান, থানার এসআই হাবীবুর রহমান, সহকারী শিক্ষা অফিসার সাফিউজ্জামান, সমাজসেবা অফিসারের প্রতিনিধি ফজলুর রহমান, পিএফজির এ্যাম্বাসেডর বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মন্ডল, ধর্মীয় নেতৃবৃন্দ মাওলানা আব্দুর রউফ, বেনিদুয়ার মিশনের ফাদার মাইকেল কোড়াইয়া, পুরোহিত ঠাকুর কুমার প্রশান্ত, সাথী রানী, আদিবাসী নেতা প্রভাষক এসসি আলবার্ট সরেন, জেলা বিএনপির সহ-সভাপতি বেলী খাতুন, পৌর বিএনপির নেত্রী শাহিনা খাতুন, পৌর ছাত্রদল আহ্বায়ক আবু সাইদ, বাসদ ধামইরহাট থানা সভাপতি দেবলাল টুডু, সঞ্চালক মুমিনুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।


এ সময়, বক্তারা ধর্ম, জাতি, ভাষা, সম্প্রদায় নির্বিশেষে সবাইকে একযোগভাবে কাজ করার আহ্বান জানান। তারা শান্তি, সম্প্রীতি ও মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। শেষে, সকল উপস্থিত সদস্যরা একমত পোষণ করে ঘোষণাপত্রে স্বাক্ষর করেন এবং সকল ধর্ম ও জাতির মধ্যে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য একসঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার করেন।