হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামে এক যুবতীর বিষপানে আত্মহত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মোছাঃ আছমিনা বেগম নামের এই যুবতী গত ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ১১টায় তার পিত্রালয়ে বিষপান করেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
আত্মহত্যার পেছনে পারিবারিক সূত্রে জানা গেছে, আছমিনা বেগম ২০২৩ সালে নোটারী পাবলিক হবিগঞ্জে এভিডেভিটের মাধ্যমে মোঃ মোফাজ্জল ইসলামের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে বিয়ের পর থেকেই মোফাজ্জল তাকে নিজ ঘরে তুলে নেননি এবং আনুষ্ঠানিকভাবে স্ত্রীর মর্যাদা দেননি। এছাড়া, বিগত কিছুদিন আগে মোফাজ্জল অন্যত্র বিয়ে করেন। স্বামীর স্বীকৃতি না পাওয়া এবং তার অন্যত্র বিয়ের সংবাদে মানসিকভাবে ভেঙে পড়েন আছমিনা। একপর্যায়ে তিনি বিষপানের মাধ্যমে আত্মহত্যার পথ বেছে নেন।
এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। আছমিনা বেগমের মরদেহ পোস্টমর্টেম শেষে রাত ৮টা ১৫ মিনিটে দাফন করা হয়। নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন ঘটনাটি নিশ্চিত করে জানান, এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী ও আত্মীয়স্বজনরা আছমিনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং এই ঘটনার তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।