নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি বুধবার সন্ধ্যায় জেলার পত্নীতলা উপজেলায় অবস্থিত ঐতিহাসিক দিবর দীঘিতে অনুষ্ঠিত সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচনে গঠন করা হয়েছে। নতুন কমিটিতে নওগাঁ থেকে প্রকাশিত দৈনিক প্রথম সংবাদ পত্রিকার সম্পাদক এসএম আজাদ হোসেন মুরাদ সভাপতি এবং দৈনিক বাংলা ও নিউজবাংলা২৪ডট.কম এর নওগাঁ প্রতিনিধি রিফাত হোসাইন সবুজ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আশরাফুল ইসলাম নয়ন (বাংলা টিভি ও দৈনিক আজকালের খবর) এবং সরদার উত্তাল মাহমুদ (এশিয়ান টিভি)। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আব্বাস আলী (এখন টিভি ও দৈনিক আলোকি বাংলাদেশ) এবং এনআর খোরশেদ আলম রাজু (দৈনিক রুপালী বাংলাদেশ) নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে রুবেল হোসেন (দৈনিক স্বাধীন সংবাদ), দপ্তর সম্পাদক পদে মাহবুব হাসান মারুফ (দৈনিক কাগজ), প্রচার সম্পাদক পদে দেলোয়ার হোসেন (দৈনিক ভোরের আকাশ), এবং কোষাধ্যক্ষ পদে ইয়াসিন আহম্মেদ (দৈনিক দেশের কণ্ঠ) নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন অ্যাড. শহীদ হাসান সিদ্দিকী স্বপন (দৈনিক আজকের বসুন্ধরা), আজাদুল ইসলাম আজাদ (ডেইলি নিউ নেশন ও দৈনিক ইত্তেফাক), আব্দুর রহমান রিজভী (সম্পাদক, প্রজন্মের আলো), মাজেদুর রহমান লিটন (দৈনিক স্বাধীন মত), তুহিন রেজা (দৈনিক অগ্রসর), রাকিব রায়হান (বাংলা ভিশন, ডিজিটাল), এবং আব্দুল মান্নান (সময়ের কণ্ঠস্বর ও দৈনিক তৃতীয় মাত্রা)।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন অ্যাড. শহীদ হাসান সিদ্দিকী স্বপন এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবিএম রফিকুল ইসলাম রফিক ও আজাদুল ইসলাম আজাদ।
নতুন কমিটি নওগাঁর উন্নয়ন ও সাংবাদিকদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে। সাংবাদিকরা জেলার নানা অসঙ্গতি, অনিয়ম-অবিচার তুলে ধরতে এবং জনগণের সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা সত্য, বস্তুনিষ্ঠ এবং নীতির প্রশ্নে আপসহীন থেকে ন্যায়ের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।